বাউফলে হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাউফলে হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মোঃ দেলোয়ার হোসেন বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী মো.শহিদুল ইসলাম মেলকার (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল প্রেসক্লাবের সামনের সড়ক থেকে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুয়াল তাকে গ্রেপ্তার করে। ধৃত শহিদুল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের বাসিন্দা মো.আপতের আলী মেলকারের ছেলে। সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৩ ডিসেম্বর দিবাগত রাত নয়টার দিকে কথা কাটা-কাটির একপর্যায়ে মো. হারুন (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে শহিদুল ইসলাম। এ ঘটনায় হারুনের মা মোসা. মাফুজা বেগম বাদী হয়ে ওই বছরেরই ২৪ ডিসেম্বর শহিদুলকে একমাত্র আসামি করে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন। বাউফল থানার মামলা নম্বর ২০। হারুনের বাবার নাম মো. মালেক মেলকার। হারুন ও শহিদুল চাঁদকাঠী গ্রাামের একই বাড়ির বাসিন্দা। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,‘ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালত শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড দেন। ওই মামলায় শহিদুল পলাতক ছিলেন। আজ রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।